গত শুক্রবার বিকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কিশমত পলাশবাড়ী গ্রামের শিক্ষানুরাগী ইউসুফ মেম্বার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি —— রাজিউন)। মৃত্যূকালে মরহুমের বয়স ৮১ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৮ মেয়ে, নাতিনাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার সকাল ৮ টায় ঢাকা হতে তার মরদেহ বাড়ীতে পৌছলে পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়ে। এতে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সকাল ১০ টায় জানাযা শেষে মরহুমের নিজের রেখে যাওয়া নতুন গোরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়। জানাযায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজি ফাহিম উদ্দীন আহমেদ, বড়পলাশবাড়ী ইউপির চেয়ারম্যান মুনসুর আলী, বালিয়াডাঙ্গী ল্যাবরেটরি স্কুলের পরিচালক মো: রমজান আলী। তার অকাল মৃত্যূতে ইজাব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ, বালিয়াডাঙ্গী সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বেলাল রব্বানী গভীর শোক প্রকাশ ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।