বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন সম্পন্ন

আজ মঙ্গলবার উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি রেজি নং: এস-১৫৩৬(৯৬)/৯৩ এর বালিয়াডাঙ্গী উপজেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নিবাচনে সভাপতি পদে খাদেমুল ইসলাম ২০৯ ভোট, তার নিকটতম প্রতিদন্দী আশরাফুল ইসলাম ২০২ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে শহীদুল্লাহ্ ২৫৭ ভোট, তার নিকটতম প্রতিদন্দী মকবুল হোসেন পেয়েছেন ১৫৫ ভোট। গতকাল সোমবার সন্ধ্যায় ইআরসি ইনিসটেক্টর ফজলুর রহমান আনুষ্ঠানিক ভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। নির্বাচনে ৪১৪ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োজ করেন। বিজয়ীদেরকে ফুলের মালা দিয়ে সংবর্ধিত করা হয়।

Spread the love