শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গী জাউনিয়া নহনা ব্রিজ দিয়ে ঝুঁকির মধ্যে চলাচল করছে মানুষ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নহনা নদীর জাউনিয়া ব্রিজটির উপরদিয়ে লাখ লাখ মানুষ ঝুঁকির মধ্যে চলাচল করছে। যে কোন মুহূর্তে ব্রিজটি ভেঙ্গে পড়লে বড় ধরণের প্রাণহানির ঘটনা ঘটার আশংকা রয়েছে। এলকাবাসী দ্রুত ব্রিজটি নির্মাণের দাবি জানিয়েছেন।
ব্রিজটি ঠাকুরগাঁও জেলা শহর হতে ২৮ কিলোমিটার দুরে ঐতিহ্যবাহী বিখ্যাত নামি পরিচিত একটি হাটের নাম লাহিড়ী হাট। এ হাটে প্রতি শুক্রবার বিভিন্ন জেলা থেকে এসে গরু ও ধান ব্যবসায়ী বিভিন্ন পেশার মানুষ ছুটে আসে। হাটে জমাট হয় কয়েক লাখ মানুষ। হাটের উত্তরপার্শ্বে ৭ কিলোমিটার দুরে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার ফকিরগঞ্জ হাট। এছাড়াও এ উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ৩ ইউনিয়নের জনসাধারণ এ ব্রিজের উপর ঢাকা গামি দিবা নৈশ্য কালিন কোচ ঝুঁকির মধ্যে চলাচল করছে। ভাড়ী যানবাহন চলাচলের জন্য ব্রিজটি অনুপযোগী হয়ে পড়েছে।
প্রতিদিন অতিমাত্রায় ভারি যানবাহন চলাচল, ধারণ ক্ষমতার চেয়েও ৪-৫ গুণ ভাড়ী বহন করতে হচ্ছে ব্রিজটিকে। ফলে বর্তমানে ব্রিজে মাত্রাতিরিক্ত কাঁপুনির সৃষ্টি হচ্ছে। নির্মাণের সময় যানবাহনের পরিমাণ এত বেশি ছিল না। ব্রিজটির ধারণ ক্ষমতা ২০ টন। অর্থাৎ ২০ টন ওজনের যানবাহন ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করতে পারে। এখন এ ব্রিজ দিয়ে ৭০ টন পর্যন্ত মালামাল পারাপার করানো হচ্ছে। বর্তমানে সেতুটির উপর দিয়ে বড় বড় ট্রেইলর, কার্গো ও মালবাহী ট্রাক যাতায়াত করে যার কোন কোনটির ওজন ৬০-৭০ টনের বেশি হয়। গাড়ির গতির কারণে চাপ আরও বাড়ে। যানজটের সময় ব্রিজের উপর বাস-ট্রাক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। তখন বড় ধরনের চাপ পড়ে। এসব কারণে সেতুটি অনেকটা ঝুঁকির মধ্যে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ব্রিজের মাঝখানে ফাটল ও গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়াও ব্রিজের বেশি ভাগ রেলিং ভেঙ্গে গেছে। ফলে ধীরে ধীরে ব্রীজের পূর্ব পাশ দেবে যাচ্ছে। চাড়োল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হায়াত নুরুন্নবী জানান, ঝুঁকিপূর্ণ ব্রিজটিতে যে কোন মুহুর্তে প্রাণহানী ঘটতে পারে। দুর্ঘটনা এড়াতে উপজেলা পরিষদে ব্রিজটি সংস্কারের জন্য আবেদন করা হয়েছে এবং কুরবানী ঈদের সময় সাইনবোর্ড দিয়ে জনসাধারণকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Spread the love