রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গী নাগরভিটা সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশী আহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে কুরবান আলী (২৩) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।
জানা যায়, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ময়মনসিংহ পাড়া (কলনী) গ্রামের পশিরুল ইসলামের পুত্র কুরবান আলী (২৩) আজ শনিবার দুপুরে সীমান্তবর্তী এলাকায় ধান দেখতে গেলে ভারতের চাকলাগড় সীমান্তের বিএসএফ-এর সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি বর্ষন করে। কুরবান আলীকে উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তির পর তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
ঠাকুরগাঁও-৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামাল আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বিএসএফ’র কাছে প্রতিবাদ লিপি পাঠানো হবে।