বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : আজ বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে ভারতের অভ্যন্তরে এক গরু চোরাকারবারীকে বিএসএফ আটক করেছে। জানা যায়, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে ৩৮২/২ এস-ও ৩এস পিলারের মাঝামাঝি বুধবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই মমিনটলা গ্রামের সামসুল হকের পুত্র সফিকুল ইসলাম (২০) ভারতের অভ্যন্তরে ৩০০ গজের ভেতরে গরু আনতে গেলে ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সফিকুল ইসলামকে আটক করে নিয়ে যায়। এ ব্যাপারে ৩০ বিজিবির মেজর তোহিদ জানান, ভারতের অভ্যান্তরে ৩০০ গজের মধ্যে অবৈধভাবে গরু চোরাকারবারী প্রবেশ করায় বিএসএফ আটক করেছে। আগামীকাল বৃস্পতিবার সকালে পতাকা বৈঠক আহ্বান করা হবে।