বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বালুবাড়ি ঢিপিপাড়া জামে মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন

আব্দুর রাজ্জাকঃ

বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, সাবেক এমপি ও হুইপ ইকবালুর রহিম এমপি’র পিতা আলহাজ্ব এ্যাড. আব্দুর রহিম বলেছেন, যতদিন বঙ্গবন্ধুর আদর্শ জনমনে লিপিবদ্ধ থাকবে, ততদিন দেশের উন্নয়ন সাধিত হতেই থাকবে। এরই প্রেক্ষিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে বিশ্ববাসীর নিকট প্রশংসিত হয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী সরকার মানেই মসজিদের সংস্কার। দেশের কোন মসজিদ আজ আর অবহেলিত নেই। উন্নয়নের ছোঁয়া পেয়েছে আওয়ামী সরকারের আমলে।

২১ নভেম্বর শুক্রবার সকালে দিনাজপুর শহরের বালুবাড়ি ঢিপিপাড়া জামে মসজিদের ছাদের ঢালাই কাজের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর শহর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি মো. আনোয়ারুল ইসলাম। এছাড়াও স্থানীয় আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন’র উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে উপস্থিত সকলেই আল্লাহর নিকট মসজিদের স্থায়িত্বসহ এলাকাবাসীর জন্য দোয়া করেন।

Spread the love