শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বালুবাড়ীস্থ প্রকৌশলী প্লাজার চলমান নির্মাণ কাজ বন্ধ

এম.আর মিজান ॥ দিনাজপুর পৌরসভার নিবাহীপ্রকৌশলীর একের পরএক আইনী জটিলতায় বন্ধ হয়ে আছে। পলিটেকনিক ইনষ্টিটিউট গেট সংলগ্ন বহুতল ভবন প্রকৌশলী প্লাজার নির্মাণ কাজ। পর পর তিনটি নোটিশের সুস্পষ্ট জবাব দাখিলের পরও অদৃশ্য কারণে প্রকৌশলী প্লাজার নির্মানের আইনী জট খুলছে না।

শহরের নিমনগর বালুবাড়ীস্থ দিনাজপুর পলিটেকনিক ইনষ্টিটিউট মেইন গেট সম্মুখে মল্লিকা বেগমের নিজ নামীয় জায়গায় প্রকৌশলী প্লাজা নামের একটি বহুতল ভবন নির্মানের জন্য দিনাজপুর পৌরসভা গত ২ নভেম্বর’১৫ তারিখে প্লান নকশায় অনুমোদন দেয়। পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্লান নকশার অনুমোদন পেয়ে মল্লিকা বেগমের পুত্রগণ ফিরোজ, জাহাঙ্গীর ও রতন বহুতল ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। অব্যাহতভাবে নির্মাণকাজ চলাকালে গত ১৬ মার্চ ২০১৬ইং তারিখ পৌর মেয়র স্বাক্ষরিত একটি নোটিশে নির্মাণ কাজ বন্ধ রাখার ও স্বশরীরে পৌরসভার নির্বাহী প্রকৌশলীর কক্ষে উপস্থিত হওয়ার আহ্বান জানায়। বিবাদী রতন, ফিরোজ, জাহাঙ্গীর ২২/৩/১৬ তারিখে অভিযুক্ত নোটিশের আলোকে লিখিত জবাব দেয়। এর পর জায়গা মাপযোগের জন্য ২৮/৩/১৬ তারিখে আবার একটি মেয়র স্বাক্ষরিত একটি নোটিশ দেয়। পৌরসভার নিযুক্ত সার্ভেয়ারের সমন্বয়ে মাপযোগ করে মাপযোগের পরিমাণ স্ক্যাচ চিত্র সহ মেয়র বরাবরে দাখিল করা হয়। এরপর পুনরায় ১৪/৬/১৬ তারিখে আরেকবার মাফযোগের কারণ দেখিয়ে মেয়র স্বাক্ষরিত নোটিশ দেয়া হয়। পর পর তিনটি নোটিশ দেয়ার পরও আইনগত জটিলতা নিরসন হলেও নির্মাণ কাজ চালু করতে পারছে না। প্রকৌশলী প্লাজা কর্তৃপক্ষ। নির্বাহী প্রকৌশলী মোঃ জুয়েল তরকদার সর্বশেষ অলিখিত ভাবে প্রকৌশলী প্লাজা কর্তৃপক্ষের কাছে ৫ লক্ষাধিক টাকা দাবি করে। তবে বন্ধকৃত নির্মাণ কাজ চালু সম্ভব। অন্যথায় কবে এই জট খুলবে তা অনিশ্চিত।

 

Spread the love