শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষনা লক্ষ্যে পরিকল্পনা প্রনয়ন সভা

গত ১লা ডিসেম্বর /২০১৪ইং তারিখে কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে এবং সমাজ উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র (এস ইউ পি কে ) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ পার্টনারশীপ গাল পাওয়ার প্রকল্পের সহযোগিতায় সুন্দরপুর ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষনার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ হল রুমে পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্টিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো :মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান , কাহারোল , দিনাজপুর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মোজাফফর হোসেন , নিবার্হী পরিচালক ,এস ইউ পি কে , দিনাজপুর । পরিকল্পনা প্রনয়ন সভার উদ্দেশ্য বণর্ণা করেন র্গালস পাওয়ার প্রকল্পের প্রকল্প সমম্বয়কারী জনাব মো: সিরাজ উদ্দীন তালুকদার । উক্ত সভায় কাজী ইমাম , পুরোহিত শিক্ষক / শিক্ষিকা সহ সমাজের বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন । সভাটি পরিচালনাটি করেন সুন্দরপুর ইউনিয়রে ইউ পি সদস্য জনাব মো: মোকলেছার রহমান । সর্ব শেষে মুক্ত আলোচনায় মধ্যদিয়ে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষনায় লক্ষ্যে একটি পরিকল্পনা প্রনয়ন করা হয় ।

Spread the love