কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার : বাংলাদেশ শিক্ষক সমিতি ঘোড়াঘাট উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয় গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শামীম হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার তবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিসার সাঈদা শাহানাজ, দিনাজপুর জেলা শিক্ষক সমিতির অতিরিক্ত সচিব মোঃ জয়নাল আবেদিন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার ইউনুস মিয়া। নির্বাচনে সভাপতি পদে মোঃ লুৎফর রহমান ১১৪ ভোট এবং ১৪৬ ভোট পেয়ে সচিব পদে মোঃ জহিরুল আলম নির্বাচিত হয়েছেন। নব-নির্বাচিত সভাপতি মোঃ লুৎফর রহমান ও সচিব মোঃ জরিহুর আলমসহ নব-নির্বাচিত সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বড়বন্দর) দিনাজপুর জেলা শাখার সচিব মোঃ নেজামুল ইসলামসহ জেলার নেতৃবৃন্দ। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান পরিচালিত করার জন্য প্রিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের অভিনন্দন জানিয়েছেন।
বার্তা প্রেরক-কাশী কুমার দাস
দিনাজপুর।
মোবাঃ ০১৭১৭৪৪৭৮১১