মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বাসপ পদক পেলেন দিনাজপুর জেলা যুবলীগের সাধারণ এ্যাড. মোঃ সাইফুল ইসলাম

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : ঔপন্যাসিক মীর মোঃ মোশাররফ হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘‘বাংলাদেশ সংস্কৃতি পরিষদ’’ (বাসপ) আয়োজিত আলোচনা সভা ও বাসপ পদক বিতরণী অনুষ্ঠান-২০১৪ সম্পন্ন হয়েছে। ২৯ নভেম্বর শনিবার বিকেল ৫টায় ঢাকার জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে ঔপন্যাসিক মীর মোঃ মোশাররফ হোসেনের জন্ম ও মৃত্যু বার্ষিকী উপলক্ষে ‘‘বাংলাদেশ সংস্কৃতি পরিষদ’’ (বাসপ) আয়োজিত আলোচনা সভা ও পদক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, দেশরক্ষা আন্দোলনের নেতা সর্দার রুহুল আমিনসহ অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রানা হোসেনের সভাপতিত্বে সমাজ সেবায় বিশেষ কৃতিত্বের জন্য দিনাজপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অতিরিক্ত পিপি, দিনাজপুর জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক প্রথিতযশা আইনজীবী মোঃ সাইফুল ইসলাম এর হাতে পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন।

Spread the love