শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বাস্কেটবল প্রশিক্ষন কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ সোমবার দিনাজপুর বড়ময়দানস্থ বাস্কেটবল গ্রাউন্ডসে জাতীয় ক্রীড়া পরিষদ এর পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থা, দিনাজপুরের আয়োজনে তৃণমূল পর্যায় বাস্কেটবল প্রশিক্ষন কোর্স-২০১৬ এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

২০ দিনব্যাপী বাস্কেটবল প্রশিক্ষন কোর্স শেষে খেলোয়াড়দের মাঝে সনদপত্র, ড্রেস বিতরন করেন প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আজিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার। শুভেচ্ছা বক্তব্য রাখেন কোচ মোঃ সবুজ মিয়া, সহকারী কোচ ব্রাদার্স সুমন, যুগ্ম সাধারন সম্পাদক ও বাস্কেটবল প্রশিক্ষন কোর্সের আহবায়ক মোঃ আসলাম হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ মেজানুর রহমান পাটোয়ারী, নির্বাহী সদস্য সৈয়দ আজাদুর রহমান বিপু, অরুন সরকার, আনিসুর রহমান। সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতি বলেন, প্রতিটি খেলোয়াড়কে তার চিন্ত চেতনায় খেলা ধারণ করতে হবে। সবচেয়ে আনন্দের কথা এসব খেলায় মেয়েরা পিছিয়ে ছিল। বর্তমানে মেয়েরা এগিয়ে আসছে। তারা ঠিকমত এই খেলার চর্চার করতে পারলে তারাও একদিন জাতীয় পর্যায়ে খেলবে।