মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বাস দূর্ঘটনায় হাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুতে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের শোক

হাবিপ্রবি প্রতিনিধি ॥ বাস দূর্ঘটনায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের লেভেল-২ সেমিস্টার-১ এর মেধাবী ছাত্র মনিরুজ্জামান মীর এর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে গভীর শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন।

এক শোক বার্তায় প্রফেসর মো. রুহুল আমিন মেধাবী এই ছাত্রের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত  পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ ঘটনায় অভিযুক্ত বাস চালক চুনকু সরেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।