নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ইন্ডিয়া মেডিকেল হেলপ লাইন ফ্রেন্ডশীপ এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা গতকাল শাহবাগস্থ জাতীয় টেনিস কপ্লেক্সে অনুষ্ঠিত হয়। সভায় ইন্ডিয়ার নাগরিক জগৎজীবন রায় মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি হারুনুর রশীদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক শামসুল আলম জুলফিকার, অর্থ সম্পাদক জহিরুল ইসলাম মনির, সাংবাদিক মোবারক হোসেন ও মিজান রহমান। সভায় কার্যকরী সভাপতি হারুনুর রশিদ বলেন, এ সংগঠনটি জনকল্যাণে সাধারণ মানুষের জন্য কাজ করবে। সাধারণ রোগীরা ভারত ও বাংলাদেশে চিকিৎসার ক্ষেত্রে যাতে উপকৃত হয় সে লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে এটা নিশ্চিত। সাধারণ সম্পাদক সামসুল আলম জুলফিকার বলেন, রোগীর সমস্যা জেনে বাংলাদেশের ডাক্তারের সমন্বয় করে দেয়ার ব্যবস্থা করা, যাতে দেশের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা চিকিৎসার জন্য বিদেশে খরচ করতে না হয়। চিকিৎসক সমাজের দৃষ্টি আকৃষ্ট করা যাতে তাঁরা রোগীদের প্রতি অধিক যত্নশীল হন এবং সরকার ও প্রশাসনকে দেশের চিকিৎসা ব্যবস্থা আরো যাতে উন্নত করা হয় সে বিষয়ে চাপ সৃষ্টি করা। চিকিৎসক ও চিকিৎসা কার্য্যক্রম নিবির মনিটরিং-এর ব্যবস্থা করার জন্য সরকারকে বাধ্য করা। অর্থ সম্পাদক জহিরুল ইসলাম মনির বলেন, সংগঠনের যে সকল সদস্য দরিদ্র, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের যে সকল জটিল রোগী দেশের বাইরে বিশেষভাবে ভারতে চিকিৎসা করার জন্য মনস্থির করবে তাদের প্রয়োজনে সকল সহযোগিতা করা। অনুষ্ঠনের শেষে সভাপতি সংগঠনের কার্যপরিধি আরো বৃদ্ধি, সদস্য সংখ্যা বৃদ্ধি, আর্থিক ও সদস্যদের কিভাবে সহযোগিতা করা হবে সে সব বিষয়গুলোর ওপর আলোকপাত করে সকলকে ধন্যবাদ জানিয়ে সভা মুলতবি করেন।
বাংলাদেশ-ইন্ডিয়া মেডিকেল হেলপ লাইন ফ্রেন্ডশীপ এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা গতকাল শাহবাগস্থ জাতীয় টেনিস কপ্লেক্সে অনুষ্ঠিত হয়-বাংলাদেশ সময়