বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

Khaledaবিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দলের শীর্ষ নেতাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন। দলের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দল গুছিয়ে নতুন আন্দোলনের কের্মসূচী ঠিক করার লক্ষ্যেই তিনি স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। ১০ম  জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই বিএনপির স্থায়ী কমিটির প্রথম বৈঠক।  বৃহস্পতিবার রাত ৯টায় গুলশানের তারকার্যালয়ে শুরু হয়েছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই বৈঠক। বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনু্ষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর এ গনি, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, জমিরউদ্দিন সরকার, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও রফিকুল ইসলাম মিয়া।
স্থায়ী কমিটির বৈঠকের আগে আওয়ামী লীগের হামলায় আহত ফেনীর পশুরাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেব, পৌর সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোস্তফা খোকনের সঙ্গে তার কার্যালয়ে কথা বলেন খালেদা জিয়া। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক ও রেহানা আক্তার রানু উপস্থিত ছিলেন।

Spread the love