
বিএনপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আমাদের বৈধতা দেয়ার কে? তারা যদি ১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেনি। যদি করতো এবং সংসদে গিয়ে আমাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে অবৈধ বলত তাহলে ঠিক ছিল।
বৃহস্পতিবার সিলেট নগরীর কাজিরবাজার সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, গত ১০ নভেম্বর থেকে সারা দেশে ফিটনেসবিহীন গাড়ি ও লাইন্সেসবিহীন চালকদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। তাই এই অভিযানের অংশ হিসেবে আমি সিলেট সফরে এসেছি। বুধবার আমি সরেজমিনে ফিটনেসবিহীন গাড়ি ও লাইন্সেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়েছি।
সেতু পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক প্রমুখ।