বুধবার বেলা ১১টার দিকে নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াতের আন্দোলন মানে মানুষ খুন। মানুষ হত্যা করা তাদের পছন্দ।
শেখ হাসিনা বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতার সঙ্গে জড়িত জামায়াত-শিবির ও হুকুমদাতারা কেউ রেহাই পাবে না। তিনি বলেন, প্রশাসন নিষ্ক্রিয় নয়, আচমকা হামলা হচ্ছে। যে কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিচ্ছি।
বিএনপি নেতাকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, এখন তো তিনি বিরোধী দলীয় নেতা নন, তিনি বিএনপি নেতা। তিনি রাজাকার-সন্ত্রাসীদের দিয়ে এসব সহিংসতা চালাচ্ছেন।
তিনি বলেন, খালেদা জিয়ার লেলিয়ে দেয়া সন্ত্রাসীরাই হত্যাসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব সন্ত্রাসীদের থামাতে হবে। এরাই বিভিন্ন ধরনের সহিংসতা চালিয়ে যাচ্ছে। মানুষের অধিকার রক্ষায় যা যা করা দরকার, আমরা তাই করবো। কারও জন্য মায়া কান্না কাঁদবো না।
এসময় তিনি অপরাধীদের গ্রেফতার করে বিচার করার এবং যারা বিভিন্ন সময় সহিংসতায় আক্রান্ত হয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন।