
রাজধানীতে এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, গণতন্ত্রের বুলি আওড়ালেও বিএনপি গণতান্ত্রিক দল নয় বলেই সরকার বিরোধী আন্দোলনে জনসমর্থন পাচ্ছে। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা এ মন্তব্য করেন। এদিকে এ সভায় গণতন্ত্রের ভিত শক্ত করতে হলে প্রকৃত অর্থে নির্বাচিত সরকার প্রয়োজন উল্লেখ করে জনগণকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র রক্ষার আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংবিধান প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
গণফোরামের প্রধান বলেন, মুক্তিযুদ্ধের যে চেতনা, তার মূল স্তম্ভ হলো গণতন্ত্র। সংবিধানের ৭ অনুচ্ছেদে বলা আছে, জনগণই রাষ্ট্রের মালিক। ইতিহাসের মৌলিক বিষয় নিয়ে দ্বিমত প্রকাশের সুযোগ নেই। যিনি স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ নিয়ে বিতর্ক করা উচিৎ নয়।
ড. কামাল হোসেন বলেন, দল থাকবে, ভিন্ন মতও থাকবে। নিজের বিবেককে জিজ্ঞাসা করা উচিৎ কি করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, জাতীয় ঐক্যের মধ্য দিয়েই ভাষা আন্দোলন, ৬৯’র আন্দোলন এবং ৭১’র মুক্তিযুদ্ধ হয়েছিল।