আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপি সময়ের সাথে সাথে জনসমর্থন হারাচ্ছে এবং আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা বাড়ছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, খালেদা যেভাবে আগাইতেছে, উনার আন্দোলনে নামার চেয়ে মানসিক চিকিৎসার প্রয়োজন বেশি। দিন যত যাচ্ছে, বিএনপির হতাশা বাড়ছে ও সরকারের জনসমর্থন বাড়ছে বলে মন্তব্য করেন তিনি। তিনি যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সব কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। সব দেশের রাষ্ট্রদূতদের বোঝাতে হবে তারা সাধারণ খুনি বা অপরাধী নয়, মানবতাবিরোধী অপরাধী। তাদের আপনাদের দেশে রাখতে পারেন না। আজ শুক্রবার সকালে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে চলমান রাজনীতি নিয়ে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।