
স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পাঁচ বছরের জন্য সংসদ নির্বাচিত হয়েছে। ততো দিন এ সরকার দেশ শাসন করবে।
বিএনপি-জামায়াতের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের কোন সম্পৃক্ততা না থাকায় সেটা কোন ফলাফল দেবে না। তবে তার পরেও তারা যদি বিশৃঙ্খলা করে মানুষ হত্য করে, জ্বালাও পোড়াও করে তাহলে আইন শৃংখলা বাহিনী যথাযথ ভূমিকা পালন করবে। আজ শনিবার ঠাকুরগাঁও সার্কিট হাউস মিলনায়তনে জেলা আইন শৃংখলা সম্পর্কিত উর্ধবতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভার আগে একান্ত আলাপে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, পঞ্চগড়ের সংসদ সদস্য নুরুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, রংপুর বিভাগীয় পুলিশের ডিআইজি হুমায়ুন কবির, বিজিবি ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্ণেল আকরাম হোসেন, পুলিশ সুপার আব্দুর রহিম শাহ্ চৌধূরী প্রমুখ।
দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার আইন শৃংখলা পরিস্থিতি সন্তোষ জনক দাবি করে প্রতি মন্ত্রী বলেন, আগের চেয়ে দেশে হত্যা সহ সব ধরনের অপরাধ কমে এসেছে। সীমান্তে হত্য কান্ড প্রসঙ্গে মন্ত্রী বলেন বিএসএফ হত্যা এড়াতে এখন রাবার বুলেট ব্যবহার করছে। ফলে সীমান্তে হত্যাকান্ড হ্রাস পেয়েছে।
এর আগে তিনি একটি বেসরকারি সংস্থা ইএসডিওর শিশু হাসপাতাল, লোকায়ণ যাদুঘর পরিদর্শন শেষে স্মৃতি সৌধ ‘অপরাজেয়৭১’-এ পুস্প মাল্য অর্পন করেন। বিকালে তিনি আনসার ও ভিডিপি কর্মকর্তা সদস্যদের সাথে মত বিনিময় করেন।