
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপি-জামায়াতের সম্পর্ক এখন নিষিদ্ধ প্রেমে পরিণত হয়েছে। তিনি বলেন, জামায়াতের নেতাদের ফাঁসি হলেও বিএনপি নেত্রী বেগম জিয়া কোন শোক জানাতে পারছেন না। তাদের বুকে চাপাকান্না থাকলেও মুখে তা প্রকাশ করা যাচ্ছে না। তাই বিএনপি-জামায়াত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে। তা না হলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে চরম মূল্য দিতে হবে। তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি হলো ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের রাজনীতি। তারা জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে এবং যুদ্ধাপরাধীদের রক্ষায় ব্যর্থ হয়ে আবারো ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজম্ম লীগের উদ্যোগে হরতালের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।