
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর-০১ (বীরগঞ্জ-কাহারোল) নির্বাচনী আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাংলাদেশের জনগণের শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। কিন্তু বিএনপি-জামায়াত জোট বাংলাদেশকে তালেবান এবং জঙ্গী রাষ্টে পরিণত করার ষড়যন্ত্রে মেতে উঠেছেন। তাদের সেই স্বপ্ন বাসত্মবায়ন করতে দেওয়া হবে না।
বুধবার বিকেল ৫টায় স্থানীয় পুরাতন শহীদ মিনার চত্বরে বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগ আয়োজিত গণ-সংবর্ধণায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির নব নির্বাচিত সহ-সম্পাদক মোঃ আবু হুসাইন বিপু বলেছেন, এ কারণে দেশের প্রতিটি ঘরে ঘরে মুজিব আদর্শের সৈনিক বাংলাদেশ ছাত্রলীগের যোদ্ধাদের পাড়ায় মহলস্নায় প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে। আজ এই মুহুর্ত থেকে আমার প্রাণপ্রিয় জন্মস্থান দিনাজপুরের বীরগঞ্জে মাটি থেকে তাদেরকে প্রতিরোধ করা হবে।
বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ রোকনুজ্জামান বিপ্লবে সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন বাবুল, সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি নুয়িাস সাঈদ সরকার, সাধারণ সম্পাদক মোঃ মোছাদ্দেক, স্বেচ্ছাসেবকলীগের সন্মেলন প্রস্ত্তত কমিটির আহবায়ক মোঃ মমিনুল ইসলাম স্বপন।
এরপুর্বে আবু হুসাইন বিপুকে আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বীরগঞ্জ সাংবাদিক কল্যাণ সংস্থা, অন লাইন পত্রিকা বীরগঞ্জ প্রতিদিন সহ বিভিন্ন সত্মরের মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।