বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বিএফএ দিনাজপুর ইউনিটের ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Dinajpur Fatiliদিনাজপুর প্রতিনিধিঃ বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) দিনাজপুর জেলা ইউনিটের ১১তম বার্ষিক সাধারণ সভা ২০১৪ অনুষ্ঠিত।

মঙ্গলবার দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ গ্রীণ ভিউ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) দিনাজপুর জেলা ইউনিটের ১১তম বার্ষিক সাধারণ সভা ২০১৪ অনুষ্ঠিত হয়। বিএফএ দিনাজপুর ইউনিটের সভাপতি সুজাউর-রব চৌধুরী এর সভাপতিত্বে ১১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের পরিচালক আলহাজ্ব  এ.জেড. এম রেজওয়ানুল হক। ১১তম বার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন বিএফএ দিনাজপুর ইউনিটের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম, বার্ষিক আয় ব্যয়ের হিসাব পাঠ করেন সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার। স্বাগত বক্তব্য রাখেন বিএফএ দিনাজপুর ইউনিটের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন। সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আলী’র পরিচালনায় ১১তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সুদর্শন পালি, ভবানী শংকর আগরওয়াল, মোঃ মশিউর রহমান, মোঃ সহিদুর রহমান পাটোয়ারী মোহন প্রমুখ। মুক্ত আলোচনায় অংশ নেন ঘোড়াঘাট উপজেলার মোঃ শাহজাহান আলী, নবাবগঞ্জ উপজেলার মোঃ মকবুল হোসেন, বোচাগঞ্জ উপজেলার মোঃ তাজুল ইসলাম, বিরল উপজেলা আলহাজ্ব মোঃ আব্দুল মালেক প্রমুখ।