
কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার : গতকাল শনিবার ল্যাম্ব দূর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের আওতায় এবং টিআর ফান্ড এর সহযোগিতায় কারিতাশ বাংলাদেশ দিনাজপুর এর একটি প্রতিষ্ঠান শহীদ ফাদার লুকাশ ট্রেড স্কুলের হলরুমে ১০দিনব্যাপী বিকল্প জীবিকায়নে সেলাই প্রশিক্ষন কোর্সের উদ্বোধন হয়।
প্রশিক্ষনের উদ্বোধন করেন ল্যাম্ব সিএইচ এন্ড ডিপি এ্যাডভাইজার মিসেস এলসি হাসদা। এসময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার মাহাতাব উদ্দিন লিটন। শহীদ ফাদার লুকাশ ট্রেড স্কুলের অধ্যক্ষ মিঃ পরিমল অধিকারী ও প্রোগ্রাম অফিসার মিঃ উৎপল সিনজ। নারীদের সক্ষমতা বৃদ্ধিতে ও বিকল্প জীবিকায়নের সাহায্যার্থে এই প্রশিক্ষনের আয়োজন করা হয়।