শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বিকেএসপির ১ মাস ক্রীড়া প্রশিক্ষণের সনদ প্রদান অনুষ্ঠানে

আরিফুল আলম পল্লব : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) দিনাজপুর আঞ্চলিক শাখায় ১ মাস ব্যাপী তৃণমুল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম ২০১৬ সমাপনীতে সনদ প্রদান করা হয়। সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম। প্রধান অতিথি বলেন, খেলা শুধু খেলা নয়, প্রশিক্ষণের মাধ্যমে জীবন গড়ার কাজে লাগবে।

তিনি আরো বলেন, সুস্থ্য জীবন ও নিয়মের মধ্যে না চললে ভালো ছাত্র-ভালো খেলোয়াড় হওয়া যায় না। আত্ম বিশ্বাস দিয়ে সব কিছু জয় করতে হবে। বিকেএসপি’র দিনাজপুর আঞ্চলিক শাখায় ১৯ জুলাই’১৬ থেকে ১৭ আগষ্ট’১৬ এক মাসব্যাপী সারা বাংলাদেশে তৃণমূল থেকে বাছাইকৃত ক্রিকেটে ১০০ জন এবং সাঁতারে ৩০ জন মোট ১৩০ জন প্রশিক্ষনার্থী আবাসিক ক্যাম্পে অংশ নেয়।

প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনায় ছিলেন, ঢাকা বিকেএসপি’র সিনিয়র কোচ আখিনুরজামান রুশো, সহকারী কোচ ছিলেন হাবিবুর রহমান লিপন, ফাতেমা তুজ জোহরা, অংকন সাহা, সাতারে কোচ ছিলেন সাইদ আহমেদ ও সাজেদুর রহমান। অনুষ্ঠানে সভাপত্তিত্ব করেন বিকেএসপির দিনাজপুর আঞ্চলিক শাখার ভারপ্রাপ্ত উপ-পরিচালক মতিউর রহমান। সঞ্চালনায় ছিলেন বিকেএসপির সহকারী শিক্ষিকা মনিরাDc Bskp-02 আক্তার।