
হংকংয়ে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস উপেক্ষা করে রাজপথে অবস্থান নিয়েছেন। ফলে সড়ক যোগাযোগ বাধাগ্রস্ত হচ্ছে। অনেক ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বিক্ষোভকারীদের হটাতে রবিবার দাঙ্গা পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে। এরপরও আন্দোলনকারীরা রাতভর রাজপথে অবস্থান নিয়ে থাকে। আজ সোমবার সকালে হংকং সরকারের মুখপাত্র জানায়, লোকজন ‘বহুলাংশে শান্ত হয়ে যাওয়ায়’ দাঙ্গা পুলিশ প্রত্যাহার করে নেয়া হচ্ছে। এদিকে পুলিশ জানায়, রবিবার তারা ৭৮ জনকে গ্রেপ্তার করেছে। এর আগের দিন গ্রেপ্তার করেছে ৭০ জনকে।
চীনের অধীন আধা স্বায়ত্তশাসিত এ ভূখন্ডে ২০১৭ সালের নির্বাচনে প্রার্থীদের পরিচয় খতিয়ে দেখার বেইজিং পরিকল্পনায় ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নেমেছে গণতন্ত্রকামীরা। হংকংয়ের প্রধান নির্বাহী সিওয়াই লিউং জনগণকে পুনরায় আশ্বস্ত করেছেন যে চীনা সেনাবাহিনীর হস্তক্ষেপের গুজব সত্য নয়। তিনি বলেন, আমি আশা করি লোকজন শান্ত থাকবেন। গুজবে কান দেবেন না।
রাজনৈতিক সংস্কার তথা পুরোপুরি গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থীসহ হংকংয়ের সর্বস্তরের মানুষ এ আন্দোলন করছেন। রাজনৈতিক সংস্কারের দাবিতে সপ্তাহব্যাপী আন্দোলনের পর রোববার গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা হংকংয়েরর সরকারি দপ্তরের বাইরে অবস্থান নেন। এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে।
তবে পুলিশি বাধা উপেক্ষা করে রাতেও সরকারি ভবনের বাইরে অবস্থান নেন হাজার হাজার বিক্ষোভকারী। অনেকে তৈরি করেন ব্যারিকেড। বিক্ষোভকারীদের হটাতে রাতভর একই ধরনের চেষ্টা চালায় পুলিশ। তারা বিক্ষোভকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে আন্দোলনকারীদের ঘরে ফিরে যেতে বলে। তবে বিক্ষোভকারীরা এই আহ্বান উপেক্ষা করেন।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মংককের একটি প্রধান সড়ক প্রধান ৩ হাজার বিক্ষোভকারী বন্ধ করে দিয়েছে। এছাড়া কজওয়ে বে জেলায় প্রায় এক হাজার বিক্ষোভকারী ও পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে। সোমবার পুলিশের এক বিবৃতিতে বিক্ষোভকারীদের শান্ত থাকার, পুলিশ কর্ডন লাইন না ভাঙার এবং প্রধান সড়ক ছেড়ে দেয়ার আহবান জানানো হয়েছে। হংকং শিক্ষা ব্যুরো সোমবার ঘোষণা করেছে, মধ্য ও পশ্চিমাঞ্চলের জেলা এবং ওয়ান চাই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
পরিবহন বিভাগ জানিয়েছে, ২ শতাধিক বাস চলাচলের পথ বন্ধ করা হয়েছে বা ঘুরিয়ে দেয়া হয়েছে। বিক্ষোভকারীরা যেসব এলাকায় অবস্থান নিয়েছে সেখানকার বিভিন্ন ব্যাংক তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। হংকংয়ের বাণিজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭টি ব্যাংক তাদের ২৯টি শাখা বন্ধ রাখতে বাধ্য হয়েছে।