
তিনি বলেন, ‘১৯৯০ সালে কোনো আন্দোলনের মুখে ক্ষমতা হস্তান্তর করা হয়নি। তৎকালীন আওয়ামী লীগ-বিএনপি জোট আমাকে চ্যালেঞ্জ করেছিল। তাদের চ্যালেঞ্জ গ্রহণ করে আমি ক্ষমতা হস্তান্তর করি।’
বিচারপত শাহাবুদ্দিনকে বেঈমান উল্লেখ করে এরশাদ বলেন, ‘১৯৯১ সালের নির্বাচন যদি সুষ্ঠু হতো তাহলে জাতীয় পার্টি ফের ক্ষমতা যেত। কিন্তু বিচারপতি শাহাবুদ্দিন ছিলেন বেঈমান। তিনি সংবিধান লঙ্ঘন করে দুটি পদে অধিষ্ঠিত হয়েছেন। তিনি ছিলেন অভিশাপ।’
আগামী নির্বাচনে জাতীয় পার্টি ২০০ আসনে নির্বাচিত হবে উল্লেখ করে এরশাদ বলেন, ‘আগামী নির্বাচনে জাতীয় পার্টির লক্ষ্য ১৫১ আসন। মানুষ দুটি দলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই জনগণ সুযোগ পেলেই জাতীয় পার্টিকে ভোট দিবে। আমি বলি আগামী নির্বাচনে জাতীয় পার্টি ২০০ আসন পাবে।’
পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু ও পানি সম্পদ মন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সিরাজুল ইসলাম প্রমুখ।
৬ ডিসেম্বরকে জাতীয় পার্টি ‘সংবিধান সংরক্ষণ দিবস’ হিসেবে পালন করলেও অন্যান্য দল আজকের দিনটি স্বৈরাচার পতন দিবস হিসেবে পালন করছে।
১৯৯০ সালের এই দিনে গণ-আন্দোলনের মুখে পদত্যাগ করেন তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি এই দিনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। ১৯৮২ সালের ২৪ মার্চ তৎকালীন সেনাপ্রধান এরশাদ সামরিক আইন জারির মাধ্যমে ক্ষমতা দখল করেন।
আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন জোটের টানা কর্মসূচির কারণে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন।