রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বিজিবি কর্তৃক ফেন্সিডিলসহ অন্যান্য মালামাল আটক

Fensidilদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের সদর ও বিরামপুরে অভিযান চালিয়ে আনুমানিক ৩লাখ ১৩ হাচজার টাকার ফেন্সিডিলসহ বিভিন্ন মালামাল আটক করেছে বিজিবি ।

বিজিবি জানায়, ২ অক্টোবর হতে ৩ অক্টোবর সকাল পর্যমত্ম গোপন সংবাদের ভিত্তিতে ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি সদস্যগণ দিনাজপুর সদর উপজেলাস্থ মোহনপুর ব্রীজ এলাকা, বিরামপুর উপজেলাস্থ পলাশবাড়ী, চন্ডিপুর, বেপারীপাড়া, রণগাঁও, ও কনজকুরী এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এবং ব্যাটালিয়ন সদর ও বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক ট্রেন তল­াশী অভিযান চালিয়ে ৪৮৪ বোতল ফেন্সিডিল, ২৮ টি শাড়ী, ১০ টি হরলিক্স, ৬ টি কমপ­ান, ১৬৬ প্যাকেট বিস্কুট, মোটর সাইকেলের পার্টস ৩১ টি, ১৬৪০ কেজি দেশী গোলআলু এবং অন্যান্য মালামাল আটক করে। যার আনুমানিক মুল্য-৩,১৩,৭০০/- টাকা।

এ ব্যাপারে ২৯ বিজিবি অধিনায়ক এম জাহিদুর রশিদ সত্যতা নিশ্চিত করেছেন।

Spread the love