বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিজিবি-স্থানীয় জনতার দিনভর সংঘর্ষের পর রাতে শান্ত দিনাজপুরের ফুলবাড়ী

ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী, (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের ধা্ক্কায় বিজিবি’র দুই সদস্য নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিজিব সদস্যরা সড়কের পাশের প্রায় ৩০টি দোকানে হামলা চালিয়েছে। এসময় বিজিবি’র এলোপাতারী লাঠি পেটায় কমপক্ষে ১৭ জন আহত হয়েছে। পরে বিজিবি-স্থানীয় জনতা সংঘর্ষ বাধলে বিজিবি গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় আবুল হোসেন, আবিউল হোসেন ও মজিদুল ইসলাম। ফুলবাড়ী স্বাস্থ্যকেন্দ্রে ২ জন এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজনকে ভর্তি করা হয়েছে। তবে পুলিশ বলছে একজন গুলিবিদ্ধ হয়েছে। তবে পুলিশ একজনের গুলিবিদ্ধের কথা স্বীকার করেছে। ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ লোকজন সড়ক অবরোধ করলে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ।

 

শুক্রবার দুপুর ২টায় ফুলবাড়ী-দিনাজপুর সড়কের মীর্জা গ্রুপের ময়দার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত বিজিবি সদস্য মোঃ আল-আমীন (২২) লক্ষীপুর জেলার চাঁদকালী মোঃ মোস্তফার পুত্র এবং মোঃ রুবেল (২৩) সিরাজগঞ্জ জেলার মুলকান্দি সাহাজপুর গ্রামের মোঃ আব্দুল খালেকের পুত্র। তাঁরা রাঙামাটি ২৯ বর্ডার গার্ড বিজিবি সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

 

ঘটনার পর ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আবু তারেক, উপজেলা চেয়ারম্যান মোঃ খুরশীদ আলম মতিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের হস্তক্ষেপে রাত ৮টায় শান্ত হয়ে আসে দিনাজপুরের ফুলবাড়ী শহর।

 

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন, ইতিমধ্যে জনপ্রতিনিদের চেষ্টায় বর্তমানে পরিস্থিতি প্রায় শান্ত। এই মুহুর্তে আমরা বিজিবির খোয়া যাওয়া একটি ম্যাগজিন উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্থানীয় প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিজিবি কর্মকর্তাদের নিয়ে একটি সমঝোতা বৈঠকের বিষয়ে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

তবে স্থানীয় জনতার উপর হামলার কথা অস্বীকার করে দিনাজপুর সেক্টরের জি-২ মেজর রবিউল ইসলাম জানান, নবাবগঞ্জ থানায় চোরাচালানী বিরোধী অভিযান শেষ করে আটককৃত মালামালগুলি পিক্যাব ভ্যানে ও চোরাকারবারীদের ব্যবহৃত আটককৃত দুইটি মটর সাইকেল নিয়ে নিহত দুই বিজিবি সদস্য সহ চার বিজিবি সদস্য ফুলবাড়ী আসার এ দুর্ঘটনা ঘটে। এ সময় পিক্যাব ভ্যান ও একটি মটর সাইকেলে আরোহী দুই বিজিবি সদস্য দ্রুত ঘটনাস্থলে গেলে সেখানে উত্তেজিত জনতা পিক্যাব ভ্যানে থাকা মালামাল লুঠ করে। এ সময় বিজিবি এক রাউন্ড ফাকা গুলি ছোড়ে।

 

 

এই ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ লোকজন বিকেল ৪টা থেকে সড়ক অবরোধ করে। ফলে ফুলবাড়ীর সাথে দিনাজপুর, বিরামপুর, গোবিন্দগঞ্জসহ সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে রাতে পরিস্থিতি শান্ত হলেও এখন পর্যন্ত যোগাযোগ স্বাভাবিক হয়নি।

Spread the love