দিনাজপুর প্রতিনিধি্: দশমী বিহিত পূজার মাধ্যমে সোমবার শেষ হয়েছে বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজার শেষ দিনে বিজয়া দশমীতে সকাল থেকে দিনাজপুরের মন্ডপগুলোতে ছিলো ভক্ত ও পুণ্যার্থীদের ভীড়। সকালে দশমী বিহিত পূজা আর বিকেল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে পাঁচ দিন ব্যাপী এই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
দশমী বিহিত পূজা উপলক্ষে দেবী দুর্গাকে বিদায় জানাতে সকাল থেকে দিনাজপুরের মন্ডপগুলোতে ভীড় জমায় ভক্ত ও পূণ্যার্থীরা। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে পূজা অর্চনা শেষে হিন্দু ধর্মাবলম্বী ভক্ত ও পূণ্যার্থীরা দেবী দুর্গার কপালে সিঁদুর দিয়ে বিদায় জানায়। এসময় ভক্ত ও পূণ্যার্থীরা একে অপরের কপালে সিঁদুর দিয়ে উৎসব পালন করে।
বিকেলে দিনাজপুর শহরের পূণর্ভবা নদীর সাদুর ঘাটসহ বিভিন্ন জলাশয়ে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।
উলেখ্য, মন্ডপ সংখ্যার দিক থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম দুর্গাপূজা অনুষ্ঠিত হয় দিনাজপুরে। এ জেলায় এবার প্রায় সাড়ে ১২’শ মন্ডপে অনুষ্ঠিত হয় দুর্গাপূজা। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।