বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বিদেশি সন্ত্রাসীদের বিরুদ্ধে ইরানি কমান্ডারের হুঁশিয়ারি

01. syriaসিরিয়ায় তৎপর বিদেশি সন্ত্রাসীদের নিয়ে নতুন ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের শীর্ষ পর্যায়ের সেনা কমান্ডার ও ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাযায়েরি।

তিনি জানিয়েছেন, সিরিয়ায় এতদিন যেসব বিদেশি সন্ত্রাসী যুদ্ধ করেছে তাদেরকে এখন আর নিজ দেশে ফিরতে দিচ্ছে না পশ্চিমা সরকারগুলো। এসব সন্ত্রাসীকে মধ্যপ্রাচ্য অঞ্চলে রেখে দেয়ার পরিকল্পনা করেছে ইউরোপ ও কয়েকটি আরব দেশ। এতে করে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত থাকবে এবং এ এলাকার শান্তি ও নিরাপত্তা পরিস্থিতির কখনো উন্নতি হবে না।

ইরানের এ কমান্ডার জানান, সূক্ষ্ম তথ্য-প্রমাণের ভিত্তিতে দেখা যাচ্ছে যে, ইউরোপ ও আরব দেশগুলোর গোয়েন্দা সংস্থা এমনভাবে পরিকল্পনা করেছে তাতে সিরিয়ায় তৎপর বিদেশি সন্ত্রাসীরা নিজ দেশে ফিরে যেতে পারবে না। এছাড়া, যদি কোনো সন্ত্রাসী ফিরে যায় তাহলে তাদেরকে গোপনে হত্যা করা হবে এবং শিগগিরি এমন সন্দেহজনক মৃত্যুর দৃশ্য দেখা যাবে।

জেনারেল জাযায়েরি বলেন, সিরিয়া সরকারের বিরম্নদ্ধে যেসব সরকার সন্ত্রাসী লেলিয়ে দিয়েছে স্বাভাবিকভাবেই তারা ক্ষতির মুখে পড়বে; সেইসঙ্গে এসব সন্ত্রাসী লেলিয়ে দেয়ার ঘটনা এসব সরকারের জন্য বুমেরাং হবে।

গত তিন বছর ধরে সিরিয়ায় সহিংসতা চালাচ্ছে বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা। গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর বিভিন্ন তথ্যে দেখা যাচ্ছে-হাজার হাজার বিদেশি সন্ত্রাসী সিরিয়ায় তৎপর রয়েছে।