শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বিদেশী নাগরিক হত্যাকারীদের একবিন্দু ছাড় দেয়া হবে না হুইপ ইকবালুর রহিম

সাহেব, দিনাজপুর : জাতীয় সংসদের হুইপ ইকবালুর এমপি যে কোন সড়ক দূর্ঘটনা ও পরিকল্পিত হত্যাকান্ডকে প্রতিহত করার আহবান জানিয়ে বলেছেন, স্বাধীনতার পর বিএনপি জামায়াত হত্যার রাজনীতি শুরু করে। ট্রাফিক ব্যবস্থা দূর্বল থাকায় অসংখ্যা মানুষকে সড়ক দূঘটনায় জীবন দিতে হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হত্যার বিচার করেছে। খুনিদের ফাঁসি হয়েছে অনেকে দেশ ছেড়ে পালিয়েছে। সড়ক দূঘটনা প্রতিরোধে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজেই মাঠে নেমেছেন। চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষনা দিয়েছেন। হত্যা ও সড়ক দূঘটনা প্রতিরোধে বর্তমান সরকার কঠোর ব্যবস্থা গ্রহন করেছে। তিনি বাংলাদেশে খালেদা জিয়া ও তারেক জিয়ার মতো মানুষের জন্ম হয়েছিল এটা জাতির দূর্ভাগ্য উলে­খ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাকারীদের বিচার করে যখন ফাঁসি দিচ্ছে তখন খালেদা জিয়া ও তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে। মনানুষ হত্যা করেও যখন ক্ষমতায় যেতে পারেনি তখন লন্ডনে বসে বাংলাদেশে বিদেশীদের হত্যা করছে। তদন্ত শুরু হয়েছে বিএনপি, জামায়াত জড়িত থাকার তথ্য আসছে। তিনি আক্ষেপ করে বলেন বিদেশী নাগরিক হত্যাকারীদের একবিন্দু ছাড় দেয়া হবে না। তিনি দিনাজপুর সরকারি মহিলা কলেজের সড়কসহ দিনাজপুরের সকল সড়ককে নিরাপদ সড়কে পরিণত করার জন্য পুলিশ sakari mohila ikbal mpপ্রশাসনকে নির্দেশ দেন। জনগনকে সহযোগিতা করার আহবান জানান। অটোবাইক গুলোকে আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেন। হুইপ ইকবালুর রহিম গতকাল দিনাজপুরে নাজমা রহিম ফাউন্ডেশনে দিনাজপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী, শিক্ষক ও সড়ক দূর্ঘটনায় নিহত প্রীতির পিতামাতা ও পরিবারের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন। তিনি সন্তানহারানোর ব্যাথা কত কষ্টকর তা যাদের হারিয়েছে উলে­খ করে আরও বলেন, প্রীতি লতার মতো আর যেন কাউকে জীবন দিতে না হয় সে ব্যবস্থা আমি নেব। এসময় সড়ক দূর্গটনায় নিহত প্রীতি লতার পিতা পাকেরহাট ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক বীরেন্দ্র নাথ রায় মা বিভাবতী রায় সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ জেহাদ সরকার, সহকারী অধ্যাপক মনোরঞ্জন রায়, কলেজের ভিপি ডেইজী রায়, জিএস মলি­কা রায়, ছাত্রী আয়েশা সিদ্দিকা আশা, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম খালেকুজ্জামান পিপিএম, ট্রাফিক সার্জন বারী, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সিদ্দিক গজনবী প্রমুখ। মেধাবী ছাত্রী আয়েশা সিদ্দিকি আশা সড়ক দূর্ঘটনা প্রতিরোধে অটোবাইককে আইনের আওতায় ও দ্রুতগামী যানবাহনকে নিয়ন্ত্রনে আনার আহবান জানান। হুইপ ইকবালুর রহিম এমপি দুপুর ১২টায় দিনাজপুর গণেশতলা বারোয়ারী (রায় সাহেব বাড়ী) দূর্গা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ শারদীয় দূর্গা পূজার মন্ডপ পরিদর্শন করে। এসময় বৃহত্তর দিনাজপুর ও সিরাজগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি স্বপন কুমার রায়, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্তঘোষ, হিন্দু, বৌদ্ধ ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, সাধারন সম্পাদক পরিমল চক্রবর্তী তপন, বাবা লোকনাথ মন্দিরের আহবায়ক স্বরুপ কুমার বকসী বাচ্চু, সদস্য সচিব বিজয় কুন্ডু ভাইয়া ও কোষাধ্যক্ষ অরুন সরকার প্রমুখ। এরপূর্বে হুইপ দিনাজপুর আদর্শ কলেজ, পলিটেকনিক ইন্সটিটিউট ও কর্মাসিয়াল কলেজের ছাত্রলীগের নব-নির্বাচিত কমিটির সাথে মতবিনিময় করেন। এসময় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু ইবনে রজব, ছাত্রলীগ নেতা মাহামুদুল হাসান সিঙ্গেল, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি ফাইয়াজ আলম ও সাধারন সম্পাদক আরমান হোসেন, কমার্শিয়াল কলেজ ছাত্রলীগের সভাপতি আলী আফছার সৌরভ ও সাধারন সম্পাদক আল মামুন সপ্নিল ও আদর্শ মহাবিদ্যালয় ছাত্রলীগের সাধারন সম্পাদক অমিত হাসান প্রমুখ।