শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বিদেশে বসে ষড়যন্ত্র করছেন খালেদা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার নতুন ষড়যন্ত্র করছেন বেগম খালেদা জিয়া।

শনিবার গণভবনে রংপুর, বরিশালসহ পাঁচ জেলার আইনজীবীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় বিদেশি হত্যা করে বেগম জিয়া দেশের ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন বলেও অভিযোগ করেন তিনি। দেশকে নিয়ে বিএনপি-জামায়াত যে ষড়যন্ত্র করছে তা রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া দেশে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করেছেন। এ আন্দোলনে তিনি ব্যর্থ হয়েছেন। তাই এখন বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন।’