
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার নতুন ষড়যন্ত্র করছেন বেগম খালেদা জিয়া।
শনিবার গণভবনে রংপুর, বরিশালসহ পাঁচ জেলার আইনজীবীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় বিদেশি হত্যা করে বেগম জিয়া দেশের ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন বলেও অভিযোগ করেন তিনি। দেশকে নিয়ে বিএনপি-জামায়াত যে ষড়যন্ত্র করছে তা রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া দেশে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করেছেন। এ আন্দোলনে তিনি ব্যর্থ হয়েছেন। তাই এখন বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন।’