
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। ঘরে ঘরে বেকারের সংখ্যা বাড়ছে। জঙ্গি সমস্যার কারণে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। জঙ্গিসহ সব সমস্যার সমাধান সরকারকেই করতে হবে।
রোববার দুপুরে রংপুরের পল্লীনিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,‘জঙ্গি হামলার আগাম তথ্য দিতে আমাদের গোয়েন্দা সংস্থা ব্যর্থ হয়েছে। তারা জঙ্গি দমনে সফলতা দেখাতে পারেনি।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্যসচিব প্রাক্তন এমপি আসিফ শাহরিয়ার, মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব ইয়াসির আহমেদ প্রমুখ।