
ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিদেশে বসে দেশের বিরেুদ্ধে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান ষড়যন্ত্র করছে।
শুক্রবার দুপুরে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আগামী ১৮ অক্টোবরের আলোচনা সভা সফলে এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
১৯৬৪ সালের ১৮ অক্টোবর শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তাঁকেও হত্যা করা হয়। সে সময় তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।
মায়া বলেন, ‘ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। মা-ছেলে দুইজনে এখন লন্ডনে । চিকিৎসার নাম করে দুইজনে মিলে ষড়যন্ত্র করছে।’
তিনি বলেন, ‘আমরা দোয়া করি, তাদের ভালো হোক। রাজনীতিতে ফিরে এসে গণতন্ত্রে বিশ্বাস করুক। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার সঙ্গে তারা একাত্মতা প্রকাশ করুক।’
মা-ছেলে নতুন ষড়যন্ত্রে মেতেছে উল্লেখ করে মায়া বলেন, ‘এর আগে টানা ৯২ দিন আন্দোলনের নামে দেশের মানুষকে তারা জিম্মি করেছে। মানুষ হত্যা করেছে। কিন্তু কিছুই করতে পারেনি। এখন বিদেশে বসে দেশে কী করে বিদেশিদের হত্যা করা যায় সেই ষড়যন্ত্রে মেতেছ।’
দুইজন বিদেশি হত্যাকাণ্ডের পর দেশে আইনশৃংখলা পরিস্থিতির উন্নতির জন্য সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
তিনি বলেন, ‘শারদীয় দুর্গোৎসব সবার উৎসব। গত বারের চেয়ে এবার প্রায় দুই হাজার বেশি পূজা মণ্ডপে পূজা হচ্ছে। আবার এই মাসে শুরু হবে আরেকটি ধর্মীয় উৎসব আশুরা। আশা করি, দেশবাসী এই দুইটি উৎসব অত্যন্ত আনন্দ এবং শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে।’
একই সভায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান খাদ্যমন্ত্রী ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি মুকুল চৌধুরী, শেখ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ। সভা পরিচালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ প্রমুখ।