
হরিদাস রায়,ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ -বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানীতে রুপান্তরের প্রতিবাদে নীলফামারীর ডোমারে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারী ও কমকর্তারা।
মঙ্গলবার দুপুরে ডোমার বিদ্যুৎ বিতরন কেন্দ্রের প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন,ডোমার বিদ্যুৎ বিতরন কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন। সমাবেশে বক্তব্য রাখেন,জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আলাউদ্দিন সরকার, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ইনছান আলী, রংপুর জেলা জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক,রংপুর জেলা জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের সাধারন সম্পাদক গোলাম রেজা, ডোমার বিদ্যুৎ বিতরন কেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী এস এম সারোয়ার জাহান সাইদী প্রমূখ। সমাবেশটি সঞ্চালনা করেন ডোমার বিদ্যুৎ বিতরন কেন্দ্রের অফিস সহকারী কামাল পাশা। সমাবেশ শেষে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।