শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বিদ্যুৎ বিল বকেয়া না থাকাতেও পিডিবি সংযোগ কেটে দিয়েছে

দিনাজপুর প্রতিনিধি:পুর্বের মালিকের বকেয়া বিল পরিশোধের জটিলতার অজুহাতে এবং পিডিবির অবহেলার কারণে শিউলী বেগম বিদ্যুৎ সংযোগ না থাকাতে ব্যবসা পরিচালনা করতে পারছেন না।

জানা যায়, দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা কানা হাফেজের মোড়ে রাজু আহমেদের নিকট হতে ২০০৫ সালে বিদ্যুৎ সংযোগবিহীন শিউলী বেগম একটি দোকান ক্রয় করে এবং নতুন করে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। পরে তিনি জানতে পারেন রাজু আহমেদের বকেয়া বিলের কারনে পিডিপি ইতিপুর্বে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলায় পর্যাপ্ত উপাদান না থাকায় মামলাটি খারিজ করে দেয়। দোকান ক্রয় করার পর শিউলী বেগম নতুন হিসাব নং, নতুন মিটার, নতুন সংযোগ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। হঠাৎ করে পুর্বের মালিকের জটিলতা দেখিয়ে শিউলী বেগমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ বিভাগ। এ নিয়ে তিনি দিনাজপুর পিডিপি ও ঢাকা বাংলাদেশে বিদ্যুৎ বিভাগ উন্নয়ন বোর্ডের নিকট আবেদন করেন। ঢাকা কার্যালয়ের জেনারেল ম্যানেজার (বাণিজ্যিক) বিষয়টি নিস্পত্তি করে সংযোগ দেয়া আদেশ প্রদান করলেও কি এক অজ্ঞাত কারণে বিদ্যুৎ সংযোগ না পেয়ে তিনি দোকানের ব্যবসা পরিচালনা করতে পারছেন না। অবিলম্বে তিনি তার দোকানে বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে হস্তক্ষেপ কামনা করছেন।