
কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার : আজ মঙ্গলবার দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউনিয়নে আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর ইউনিট আয়োজিত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়।
বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ১নং নাফানগর ইউনয়নের চেয়ারম্যান মোঃ শাহানেওয়াজ এবং ছাতইল ইউনিয়নে ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান (হাবু) বক্তব্য রাখেন এবং কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কর্মকর্তা মোঃ জাহেরুল, নাফানগর ফেডারেশন চেয়ারম্যান মোঃ আঃ মালেক, ছাতইল ফেডারেশন চেয়ারম্যান মোঃ রবিউল গণি, ছাতইল ফেডারেশন সেক্রেটারী মোঃ আব্দুল বাছেদ, ক্যাশিয়ার মো শহিদুল হক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর ইউনিট অফিসের কৃষি কর্মকর্তা সৈয়দা নাজমা পারভীন। বীজ বিতরণ ও উঠান বৈঠকে এলাকার কৃষক এবং কৃষাণীগণ, কৃষক ফোরামের সভাপতি, সেক্রেটারীবৃন্দ অংশগ্রহণ করে। বীজ বিতরণ অনুষ্ঠানে ব্রি-ধান ৬২, ১১০০ ব্যাগ ১১০০ কৃষককে, ব্রি-ধান-৭২, ২০ ব্যাগ ২০ জন কৃষককে ফরাক্কাবাদ বিরল উপজেলায় ২৫ জন কৃষককে, বীরগঞ্জ উপজেলার মহনপুরে ১০০ জন কৃষকের মাঝে ১০০ ব্যাগ বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। বীজ বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নতমানের বীজ অধিক ফসলই দিতে পারে কৃষকের মুখে আনন্দের হাসি ফোটাতে। কৃষকরা ব্রি-ধান-৬২, ব্রি-ধান-৭২, আবাদ করে অধিক লাভবান হচ্ছে ফলে দেশে খাদ্য ঘাটতি দুর করে অতিরিক্ত ফসল থাকছে।