দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে বিনা টিকেটে রেলভ্রমনের দায়ে ৪৪ যাত্রীর জরিমানা করা হয়েছে।
গত বৃহস্পতিবার পার্বতীপুর রেল ষ্টেশনে বিভিন্ন ট্রেনে বিনা টিকেটের যাত্রীদের এই জরিমানা করা হয়।
পার্বতীপুর ষ্টেশন মাষ্টার জানান, সকালে আমত্মঃনগর বরেন্দ্র এক্সপ্রেস, আমত্মঃনগর দ্রম্নতযান এক্সপ্রেস ও রম্নপসা আমত্মঃনগর এক্সপ্রেস ট্রেনে বিনা টিকেটে রেলভ্রমনের প্রবনতা রোধে পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মোঃ সাজু মিয়ার নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে বিনা টিকেটে রেলভ্রমন করার দায়ে ৪৪ জন বিনা টিকেটে যাত্রীর কাছ থেকে ভাড়াসহ মোট ৫ হাজার ১০ টাকা জরিমানা আদায় করা হয়।