শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বিনা টিকেটে রেলভ্রমন পার্বতীপুরে ১৫ হাজার টাকা জরিমানা আদায়

পার্বতীপুর(দিনাজপুর) সংবাদদাতাঃ দিনাজপুরের পার্বতীপুরে  বিনা টিকেটে রেলভ্রমনের দায়ে ১৫৪ জন ট্রেন যাত্রীর কাছ থেকে ভাড়াসহ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে হয়েছে। পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ একে এম লুৎফর রহমান জানান, পহেলা অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত  পার্বতীপুর রেলওয়ে জংশন হয়ে যাতায়াতকারী বিভিন্ন যাত্রীবাহী ট্রেনে রেলওয়ে পুলিশ ও ষ্টেশন চেকিং ষ্টাফ যৌথভাবে অভিযান চালিয়ে বিনা টিকেটে রেলভ্রমনের দায়ের ১৫৪ জন ট্রেন যাত্রীকে আটক করে ভাড়া ও জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Spread the love