বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
- Email
- Facebook
-
>> <<
আপনি এখানে:প্রথম পাতা খবর বিনিয়োগের লাভজনক গন্তব্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী
বিনিয়োগের লাভজনক গন্তব্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা অনুসন্ধানে চীনের উদ্যোক্তাদের বাংলাদেশ সফরের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশী বিনিয়োগের জন্য বাংলাদেশকে একটি লাভজনক গন্তব্য । তিনি জানান, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন বাংলাদেশে চীনের বিনিয়োগ লাভজনক হবে, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং ও সেবা খাতে। তিনি বলেন, কুনমিং থেকে ঢাকায় দুই ঘণ্টার ফ্লাইটে আপনারা বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের যে সম্ভাবনা রয়েছে তা দেখে আসতে পারেন। আজ সোমবার প্রেসিডেন্টসিয়াল বেইজিং হোটেলে বাংলাদেশ-চীন অর্থনেতিক ও বাণিজ্যিক সহযোগিতা ফোরামে ভাষণে তিনি এ কথা বলেন। চায়না কাউন্সিল ফর দ্যা প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সিসিপিআইটির চেয়ারম্যান জিয়াং জেংউই। চীনের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং কর্পোরেট বডি, ম্যানুফ্যাকচারিং ও বাণিজ্যিক কোম্পানি, বিনিয়োগ গ্রুপ, নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন ও প্রকৌশল কোম্পানিগুলোর প্রধানরা এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশের ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, বেইজিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আজিজুল হক, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, চীনের সেনি হেভি ইন্ডাস্ট্রি কোম্পানী লিমিটেডের জেনারেল ম্যানেজার চুই ইয়ংগিয়ান এবং নিংবো ফোর সিজন ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার বাও বুইবং বক্তৃতা করেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়া এবং চীনের বাজারগুলোর মধ্যে একটি চমৎকার জায়গা। বাংলাদেশ একটি আঞ্চলিক অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ-চীন-ভারত-মায়ানমার অর্থনৈতিক করিডোরের (বিসিআইএম-ইসি) দ্রুত অগ্রগতির অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। বিদেশী বিনিয়োগের জন্য সরকারের দেয়া সুযোগ-সুবিধার বর্ণনা দিয়ে তিনি বলেন, চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশের উদ্যোক্তাদের সঙ্গে যৌথ উদ্যোগেও অংশ নিতে পারে। তারা ফার্মাসিউটিক্যাল, সিরামিকস, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়ক ও রেল যোগাযোগ, পেট্রোক্যামিকেলস এবং কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ করতে পারেন।
শেখ হাসিনা বলেন, চীনের ব্যাপক অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশ অভিভূত। চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি। তিনি বলেন, চীন বাংলাদেশে অন্যতম প্রধান উন্নয়ন ও সহযোগিতার অংশীদার। চীন আমাদের অবকাঠামো নির্মাণ প্রচেষ্টায় সমর্থন দিচ্ছে। এছাড়া আমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পে সহজ শর্তে ঋণ দিয়েছে। শেখ হাসিনা বলেন, এসব উদ্যোগ ‘রুপকল্প- ২০২১’ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে অবদান রাখছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে এ রুপকল্প প্রণয়ন করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রতি চীনের সমর্থন ও সহযোগিতা গতি অর্জন করেছে। তিনি আরো বলেন, ২০১৪-১৮ মেয়াদে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন খাতে চীনের সহযোগিতা চেয়েছি। তিনি বলেন, আমাদের দেশের বেশ কয়েকটি মেগা প্রকল্পে চীনের অংশগ্রহণ ও সহায়তা কামনা করেছি, যা আমাদের যৌথ বিবৃতিতে উল্লেখ রয়েছে। তিনি বলেন, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, রিভার টানেল নির্মাণ এবং একটি চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপনসহ আমরা দু’পক্ষ বেশ কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করেছি।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেও আমরা চীনের কোম্পানিগুলোর সঙ্গে যুক্ত হয়েছি। দুদেশের মধ্যে বিশাল বাণিজ্যিক ভারসাম্যহীনতার উল্লেখ করে চীন আরো বাংলাদেশী পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত মৎস্য, সিরামিকস এবং অন্যান্য পণ্য আমদানি করে এই বাণিজ্যিক ব্যবধান কমিয়ে আনবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। তিনি বলেন, এপিটিএর আওতায় ২০১০ সালের জুলাই থেকে চীন বাংলাদেশে ৪ হাজার ৭০০ পণ্যকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়ে আসছে। বাংলাদেশে গুরুত্বপূর্ণ বাকী রফতানি পণ্যগুলোও চীনের শুল্ক ও কোটামুক্ত তালিকায় অন্তর্ভুক্ত হবে বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০১৩-’১৪ অর্থবছরে বাংলাদেশ চীন থেকে প্রায় ৭শ’ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। ফলে চীন আমাদের শীর্ষস্থানীয় দ্বিপক্ষীয় বাণিজ্যিক অংশীদার এবং ২০০৭ সাল থেকে বৃহত্তম আমদানির উৎসে পরিণত হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে চীনের বিনিয়োগও বৃদ্ধি পাচ্ছে। ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের ৮টি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে চীনের ৪৯টি কোম্পানি ৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে। তিনি বলেন, আরো প্রায় ৩শ’ বিনিয়োগকারী ২ দশমিক ৩ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।
শেখ হাসিনা বলেন, হুয়াউই, সিএমইসি, জেডটিই এর মতো কোম্পানিগুলো বর্তমানে বাংলাদেশে কর্মরত রয়েছে। পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাধীন ও বেসরকারি কোম্পানিগুলো বিদ্যুৎ উৎপাদন, অবকাঠামো নির্মাণ, টেলিযোগাযোগ, সার, বস্ত্র, চামড়া, সিরামিকস, প্যাকেজিং ও এক্সেসোরিজ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন, চীনে কতিপয় পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে গেছে। কারখানায় যেসব পণ্য উৎপাদিত হয় সেগুলো বাংলাদেশে স্থানান্তর করা যেতে পারে। আমাদের তরুণ ও উদ্যমী শ্রমশক্তি এবং সহনীয় বেতনের ফলে এসব পণ্যের উৎপাদন ব্যয় কম হবে।
সংসদ নেতা বলেন, বিদ্যমান দ্বিপক্ষীয় বিনিয়োগ রক্ষা চুক্তি এবং দ্বিপক্ষীয় ট্যাক্স কনভেনশনের আওতায় বাংলাদেশে চীনের বিনিয়োগ পুরোপুরি নিরাপদ। তিনি আরো একটি আকর্ষণীয় সুবিধার কথা উল্লেখ করে বলেন, স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ ইইউ এবং প্রায় সকল উন্নত দেশে শুল্ক ও কোটা মুক্ত প্রবেশাধিকার ভোগ করে আসছে। তিনি বলেন, বাংলাদেশ ১৬ কোটি মানুষের একটি বিশাল বাজার। এর মধ্যে ৬০ শতাংশ লোকের বয়স ৪০ বছরের নিচে। এই তরুণ জনশক্তি উদ্যমী, মেধাবী এবং চৌকস। তারা সহজেই নতুন বাণিজ্য ও প্রযুক্তি গ্রহণ করতে পারে। সেলুলার টেলিফোন ও আইসিটি প্রযুক্তিসহ তারা একটি গতিশীল শক্তি।
আইটি ও টেলিকম খাতে বাংলাদেশের দ্রুত উন্নতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২৪ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। তিনি বলেন, আমাদের সরকার গোটা দেশে আইসিটি সেবা সম্প্রসারিত করেছে। ফলে গ্লোবাল আইসিটি ফ্রিল্যান্সিং ডেসটিনেশনে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয় স্থানে। ই-সার্ভিস তরুণ প্রজন্মের চাকরি লাভ, আয়বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সহায়তা করছে। তিনি বলেন, বিদেশী বিনিয়োগকারীদের সুবিধার্থে আমরা আমাদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাও বৃদ্ধি করেছি। বর্তমানে আমাদের বিদ্যুতের চাহিদা ৭ হাজার মেগাওয়াট। কিন্তু আমাদের উৎপাদন ক্ষমতা ১১ হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেছে।
প্রধানমন্ত্রী চীনা উদ্যোক্তাদের গত ৫ বছরে বাংলাদেশের সাফল্যের কিছু সূচক সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, ২০০৯ থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি বজায় রেখেছে। ৫ কোটি মানুষ নিম্নআয় থেকে মধ্যআয়ে উঠে এসেছে। তিনি বলেন, একই সময় আমাদের রফতানি আয় ১০৭ শতাংশ, রেমিটেন্স ৬২ শতাংশ, বৈদেশিক মুদ্রার মজুত ২১৭ শতাংশ এবং বিদ্যুৎ উৎপাদন ১০৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে বাংলাদেশ এখন অর্থনৈতিক উন্নয়নের মডেল হিসেবে খ্যাতি পেয়েছে।