বীরগঞ্জ প্রতিদিন: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারী ফলাফল ঘোষনা করা হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ঘোড়া প্রতিক নিয়ে মোঃ আমিনুল ইসলাম বিপুল ভোটে জয়লাভ করেছেন। ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের একেএম কাওসার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির মোছাঃ সেলিনা আকতার বিজয়ী হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ শামসুল আজম জানিয়েছেন, ৮০কেন্দ্রে ভোট গণণা শেষে উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতিক নিয়ে ৫১ হাজার ৩৫ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দোয়াত কলম প্রতিক নিয়ে ডা. কে এম কুতুব উদ্দিন পেয়েছেন ৩২হাজার ৫শত ৩০ ভোট। বিএনপি মনোনিত প্রার্থী কাপ পিরিচ প্রতিক নিয়ে আলহাজ্ব এ্যাড. মফিজ উদ্দিন আহম্মেদ চৌধুরী পেয়েছেন ৩১ হাজার ২ শত ৮৬ভোট, বর্তমান চেয়ারম্যান মোঃ আকতারম্নল ইসলাম চৌধুরী বাবুল আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ১১হাজার ১শত ৯ ভোট, মোঃ রেজওয়ালনুল ইসলাম রিজু মটর সাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ৭হাজার ১শত ৭৫হাজার।
এখানে ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতিক নিয়ে একেএম কাওসার পেয়েছেন ৫৭হাজার ৫শত ৮৫ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান ভাইস চেয়ারম্যান গোপাল দেব শর্মা চশমা প্রতিক নিয়ে পেয়েছেন ৩৯হাজার ২শত ৫২ ভোট, লিমন সরকার তালা প্রতিক নিয়ে পেয়েছেন ২০হাজার ৩শত ১ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত পৌর কাউন্সিলর সেলিনা আক্তার কলস প্রতিক নিয়ে পেয়েছেন ৬২হাজার ৯শত ৮৪ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ শামসুল আজম জানান, উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় মোট ৮০টি কেন্দ্রের ৫শত ০২টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যমত্ম বিরতহীন ভাবে ভোট গ্রহণ চলে। ২ লাখ ২ হাজার ৩২২ জন ভোটার রয়েছেন। এদের মধ্যে পুরম্নষ ১ লাখ ১ হাজার ৫শত ১৬ জন এবং মহিলা ১লাখ ৮শত ০৬জন। ভোট প্রদান করেছেন ১লক্ষ ৪০হাজার ৮শত ৫৩জন। বাতিল হয়েছে ৭হাজার ৬শত ৬০টি ভোট। বৈধ ভোটের সংখ্যা ১লক্ষ ৩৩হাজার ১শত ৯৩টি। ভোট প্রদানের হার ছিল ৬৪.৭৭।