
মো. জাকির হোসেন : পল্লীশ্রীর ইমেজ প্রকল্পের উদ্যোগে নীলফামারীতে কন্যা শিশু দিবস উপলক্ষে বিবাহিত কিশোরী সহ তাদের শ্বশুর-শাশুড়ি, ননদের সাথে নিয়ে সমাবেশ করা হয়েছে। সেই সমাবেশের মাধ্যমে কিশোরীদের চিত্রাংকন প্রতিযোগীতা করা হয়। প্রতিযোগীতা শেষে তাদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার। অনুষ্ঠানটি উপভোগ করতে সমবেত হয় হাজারো উৎসুক নারী পুরুষ।
পল্লী শ্রীর ইমেজ প্রকল্পের নীলফামারীর ম্যানেজার লিলিমা রানীর সঞ্চালনায় মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল তিনটায় জেলা সদরের সংগলশী ইউনিয়নে কাজী আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় ওই সমাবেশে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সংগলশী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভুমি) ফখরুল হাসান। উক্ত অনুষ্ঠানে কন্যা শিশু দিবসের তাৎপর্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন পল্লীশ্রী ইমেজ প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর শামসুন নাহার । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শাহানাজ বেগম ছবি, কাজী দৌলত হোসেন, শামসুজ্জামান জুয়েল, আব্দুর জববার শাহ প্রমুখ।