বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বিবেকের কাছে জলঢাকায় দুই প্রতিবন্ধির আর্তি

হানিফ , জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ

রাবেয়া বেগম বয়স প্রায় ২৫ এর কোঠায় তবুও জাতীয় পরিচয় পত্র তার মেলেনি। শুধু মিলেছে পৌরসভা কর্তৃক দেওয়া একটি জন্ম সনদ। তার বাড়ী নীলফামারীর জলঢাকার কাজীর হাট গ্রামে। রাবেয়া বেগমের মা জানায়, আমার মেয়েটা জন্ম থেকেই প্রতিবন্ধি।

অথচ সরকারের এত প্রকল্প থাকার পরেও রাষ্ট্রের নিয়ম নীতিতে স্থান পায়নি এই প্রতিবন্ধীর নাম। শুধু রাবেয়া বেগমই নন দক্ষিণ কাজীর হাট এলাকার মোজাববর আলী (৪৩) তিনিও প্রতিবন্ধি ভাতা পাননি। সরকার কর্তৃক বরাদ্দকৃত প্রতিবন্ধি ভাতা এমনকি প্রতিবন্ধিদের সার্বিক সহযোগীতা প্রদানে দেশের সকল কর্মকর্তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিলেও তা মানা হচ্ছে না।

মোজাববর আলীর হাত নেই জন্ম থেকেই। কাট শ্রমিকে কাজ করেন এক হাত দিয়ে। তা দিয়ে পরিবারে ভরন পোষন করেন পরিবারের। মোজাববর আলীর সাথে কথা হলে, তিনি বলেন দ্রব্য মূল্যের উর্দ্ধগতিতে যা আয় হয় তা দিয়ে একবেলা পরিবারে খাবার জোটে আর একবেলা না খেয়ে থাকতে হয়।

এ বিষয়ে সমাজ সেবা অধিদপ্তরের কর্মতকর্তা মনিমুন আক্তার বলেন, আমাদের কোঠা এসেছে সময় মাফিক সকলকে্ই দেওয়া হবে।