
মনজুরুল আলম, ষ্টাফ রিপোর্টার, পার্বতীপুর : রংপুর বিভাগের শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন মল্লিকা সরকার। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ঝাড়ুয়ার ডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপজেলা ও জেলা পর্যায়েও শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হন। গত ২৫ অক্টোবর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচনের জন্য অনুষ্ঠিত পরীক্ষায়ও তিনি অংশ গ্রহন করেন। তিনি সকলের নিকট দোয়াপ্রার্থী। উল্লেখ্য, তিনি ২০০৫ সালে শিক্ষকতায় যোগদান করেন।