শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম

05 Aminulবীরগঞ্জ প্রতিদিন : বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক জাতীয় সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম গতকাল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।

উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী-০১ এবং ০২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়, পলাশবাড়ী ইউএসসি উচ্চ বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয়, বি.কে উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন। মত বিনিময় কালে তিনি বলেন, শিক্ষক ও অভিভাবকদের আরো যত্নশীল হওয়ার আহবান জানিয়ে বলেন, বিশ্ব দরবারে মাথা উচুঁ করে দাঁড়াতে হলে জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মকে একটি আধুনিক শিক্ষিত জাতিতে পরিণত করার লক্ষে কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার মূল লক্ষ্যে হচ্ছে একটি শিক্ষিত ও দক্ষ মানব সম্পদ গড়ে তোলা। জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র মুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।