বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বিয়ে-বাড়ির মাইক্রোবাস খাদে পড়ে নিহত ১, আহত ৫

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বিয়ে-বাড়ি যাওয়ার পথে একটি মাইক্রোবাস রাস্তা থেকে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা যাত্রীরা গুরুতরভাবে আহত হয়। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেন স্থানীয়রা৷ এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এক নারী ও পাঁচজন চিকিৎসাধীন আছেন৷ 
নিহত ও আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায় নাই।
বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় জেলার রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারার রামপুর ব্রীজের পূর্ব পাশে এ দূর্ঘটনাটি ঘটে৷ 
সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল। 
স্থানীয়দের বরাতে ওসি বলেন, মাইক্রোবাসটি বিয়ে বাড়ির উদ্দেশ্যে ঢাকা থেকে হরিপুরের উদ্দেশ্যে যাওয়ার পথিমধ্যে দূর্ঘটনাটি ঘটে। উপজেলার বলিদ্বারার রামপুর  ব্রীজটি পার হওয়ার পর রাস্তায় গরু ও ছাগলের জন্য চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িসহ খাদে পরে যায়। এতে অনেকজনে আহত হয়৷ পরে সকল আহত যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। তাদের মধ্যে গাড়িতে থাকা একজন মহিলা গুরুতর আহত হয়ে মারা গেছেন। বাকীদের চিকিৎসা চলছে। 

Spread the love