
দিনাজপুর সামাজিক বন বিভাগ এর আওতায় বিরলের ধর্মপুর বন বীটের কর্মকর্তার সাথে যোগসাজশ করে উপজেলা বনরক্ষা কমিটির সভাপতি/সম্পাদকের নেতৃত্বে বনের গাছ কাটার মহোৎসব চলছে। রক্ষকরা ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়ায় সাধারণ মানুষ নীরব দর্শকের ভূমিকা পালন করে চলছে।
প্রকাশ, দিনজপুর সামাজিক বন বিভাগের আওতায় বিরল উপজেলার ধর্মপুর ও পার্র্শ্ববর্তী এলাকায় প্রায় ২৭শ’ একর জমির উপর প্রাকৃতীকভাবে গড়ে উঠা শাল বন রয়েছে। আর এই বিশাল বনভূমি রক্ষাণাবেক্ষণ এর জন্য রয়েছে ধর্মপুর বন বীট কার্যালয়। সম্প্রতি ধর্মপুর বন বীট কর্মকর্তা মোজাম্মেল হক এর সাথে যোগসাজশ করে উপজেলা বন রক্ষা কমিটির সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আজাহার আলীর নেতৃত্বে ধর্মপুর মৌজার ৬৪১ নং দাগের ৭৪ একর সম্পত্তির মধ্যে কিছু অংশে থাকা শত শত কাঁঠাল, আম, মেহগণি, আকাশমনি, তাল, খেজুরসহ বিভিন্ন প্রজাতির গাছ দিনদুপুরে কেটে অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছে। ওই এলাকার হামিদূর, মজিবর, জহুর মুন্সি, তোবারক আলী জানান, দীর্ঘ প্রায় ২০/২৫ বছর যাবত আমরা এই জমি ভোগদখলে আছি। আমরা ভোগদখলে থাকাকালীন গাছগুলি রোপণ করেছি। উপজেলা বন রক্ষা কমিটির সভাপতি/সম্পাদকসহ স্থানীয়রা এখানকার বিশাল খেলার মাঠটি সংস্কারের লক্ষে আমাদের রোপণকৃত গাছ কেটে নেয়ার নির্দেশ দেয়ায় গাছগুলি কেটে নিচ্ছি। গাছ আমরা রোপণ করেছি, আমরা কাটছি এতে প্রশাসনের পক্ষে কোন বাঁধা নেই। ধর্মপুর বন বীট কর্মকর্তা মোজাম্মেল হক জানান, আমি এখানে ৩ মাস পূর্বে যোগদান করেছি। বনের সঠিক সীমানা এখোনো আমার জানা নেই। আমার জনবল কম, মানুষের রোপণকৃত গাছ কাটছে, বাঁধা দিতে গেলে আমি পাত্তা পাবো না। তাদেরকে আমি গাছ কাটতে নিষেধ করেছি। ওরা স্থানীয় আমিন/নসার্ভেয়ার দিয়ে জমি মাপযোগ করছে। সীমানা নির্ধারণ হলে সেখানে পূণরায় সামাজিক বনায়ন এর পদক্ষেপ নেয়া হবে। এই গাছ কাটা বৈধ না অবৈধ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিশ্চয় অবৈধ। কিন্তু স্থানীয় লোকজন বলে কথা।