দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরে বিরল উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী মাহবুব আলমের বিরুদ্ধে অফিস সহকারীর পাশাপাশি ডিও ব্যবসা করার অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, বিরল উপজেলার প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসের অফিস সহকারী মাহবুব আলম বিরলে দীর্ঘদিন ধরে চাকুরী করে আসছেন এবং সেই সাথে তার বাড়ী বিরলে হওয়ার সুবাদে বর্তমানে বিরল পিআইও অফিসের সকল টিআর কাবিখাসহ সকল প্রকল্পের শত শত টন চাল, গম তিনি নিজেই ক্রয় করে আসছেন এবং একই সাথে চাকুরী ও ব্যবসা করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ সেজেছেন। এখন তার কাছে ডিও বিক্রি করলে সাত খুন মাফ, আর অন্য ব্যবসায়ীদের কাছে বিক্রি করলে দিনের পর দিন হয়রানীর শিকার হতে হচ্ছে।
এব্যাপারে এলাকার সচেতন মহল তার এহেন কার্যকলাপের বিরুদ্ধে দ্রুত তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে হস্তক্ষেপ কামনা করেছেন।