সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিরলের ভ্রাম্যমান আদালতে অর্থ দন্ড

দিনাজপুর প্রতিনিধি : বিরলের সীমান্তে ১ দিনের ব্যবধানে ২ অনুপ্রবেশকারীকে আটকের পর ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়েছে। ভ্রাম্যমান আদালত তাদেরকে অর্থ দন্ড প্রদান করেছে।

জানা গেছে, উপজেলায় ভারত সীমান্ত ঘেষে প্রায় ৬ টি বিওপি রয়েছে। আর এই বিওপিগুলোতে কর্মরত বিজিবি সদস্যরা চাহিদার তুলনায় সংখ্যায় অনেক কম হওয়ায় চোরাকারবারীরা নির্বিঘ্নে মাদক ও গরুসহ বিভিন্ন মালামাল চোরাইভাবে পারাপার করছে। অপর প্রান্তে বিএসএফ এর কড়া নজরদারীতে বিভিন্ন সময় বাংলাদেশী চোরাকারবারীসহ সীমান্তে অনুপ্রবেশকারীরা আটক হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত বৃহষ্পতিবার দুপুরে ভান্ডারা ইউপি’র বালান্দোর গ্রামের ইলিয়াস আলীর পুত্র খায়রুল ইসলাম (৩৫) কে রামচন্দ্রপুর বিওপি’র সদস্যরা আটক করে থানা পুলিশে দিলে পুলিশ তাকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। খায়রুল জানায়, বুধবার সে সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফ সদস্যদের হাতে আটক হলে তারা তাকে শারীরিক নির্যাতন করে। পরে বিজিবি সদস্যরা সংবাদ প্রেরণ করলে বিএসএফ খায়রুলকে ছেড়ে দেয়। পরদিন তাকে বিজিবি বাড়ী হতে আটক করে থানায় নিয়ে আসে। ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল খায়রুম সীমান্তে অনুপ্রবেশের অপরাধে খায়রুলকে ১ হাজার টাকা অর্থ দন্ডের আদেশ প্রদান করে।

এর রেশ কাটতে না কাটতে শুক্রবার সকালে উপজেলার ধর্মপুর ইউপি’র ধর্মজইন গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র সামসুল হক (৬৫) কে ভারতের গোবরা বিল বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৩২১ নং পিলার হতে আটক করে নিয়ে গেলে বিজিবি বিএসএফকে পত্র প্রেরণ করে। পরে দুপুরে বিএসএফ সামসুলকে বিজিবির নিকট মৌখিকভাবে হস্তান্তর করে। ধর্মজইন বিওপি’র বিজিবি সদ্যরা বিকালে সামসুলকে থানা পুলিশে সোপর্দ করলে পুলিশ সন্ধ্যায় সামসুলকে ভ্রাম্যমান আদালতে হাজির করে। ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল খায়রুম সামসুলকে সীমান্তে অনুপ্রবেশের অপরাধে ১ হাজার টাকা অর্থ দন্ডের আদেশ প্রদান করে।

Spread the love