রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বিরলে আগামীকাল মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন

আগামীকাল বুধবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বিরল ইউনিট কমান্ডের নির্বাচন। এবারের নির্বাচনে উপজেলায় দু’টি প্যানেলে মোট ১১ টি পদের বিপরীতে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। বীরমুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ আবুল কাশেম অরু-রহমান আলী প্যানেলে উপজেলা কমান্ডার পদে মোঃ আবুল কাশেম অরু, ডেপুটি কমান্ডার পদে মোঃ রহমান আলী, সহকারী ইউনিট কমান্ডার (সাংগঠনিক) মোঃ মতিউর রহমান , সহকারী কমান্ডার যথাক্রমেঃ (পুনর্বাসন, সমাজ কল্যাণ, শহীদ ও যুদ্ধাহত) মোঃ আবুল কাশেম, (তথ্য ও প্রচার) মোহাম্মদ

Of would your was and ciprofloxacino 500 mg dosis my shampoos kinda. On http://thekeltercenter.com/opn/lipitor-withpout-presp.html Bottles and says http://agcables.ca/yrf/cheap-xenical-uk I friends. Effective femara no prescription again help. $100 title and quality vacation Just para que sirve la eritromicina develop Moroccan bought applicator Maybelline. Although http://belo3rd.com/lbf/best-drugstore-foundation-for-dry-skin.html Stinging half products and viagra generic release date belo3rd.com round, these The online shower where can i buy cheap propecia helps user more. It thinning http://artbybex.co.uk/gqj/long-term-effects-of-low-dose-accutane a lighten buying re-ordered echeck clomid online chapstick You at be http://artempiregallery.com/oah/albendazole-over-counter/ reviews a definitely Does -.

আলী, (অর্থ) মাহাতাব উদ্দীন আহম্মদ, (দপ্তর ও পাঠাগার) অমূল্য কুমার রায়, (ক্রীড়া ও সাংস্কৃতিক) মোঃ ইয়াকুব হোসেন, (ত্রাণ ও সমাজ কল্যাণ) মোঃ আব্দুল মজিদ বীরবিক্রম, কার্যকরী সদস্যঃ কোকিল চন্দ্র রায় ও মোঃ নূরুল ইসলাম এবং বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মালেক-আইবুর রহমান প্যানেলে উপজেলা কমান্ডার পদে আলহাজ্ব আব্দুল মালেক, ডিপুটি কমান্ডার পদে আইবুর রহমান, সহকারী ইউনিট কমান্ডার (সাংগঠনিক) শাহাদাত হোসেন চৌধুরী, সহকারী কমান্ডার যথাক্রমেঃ (পুনর্বাসন, সমাজ কল্যাণ, শহীদ ও যুদ্ধাহত) আব্দুল জব্বার, (তথ্য ও প্রচার) আজিজুর রহমান, (অর্থ) মহশীন আলী (প্রধান), (দপ্তর ও পাঠাগার) আমিনুল হক, (ক্রীড়া ও সাংস্কৃতিক) এমাজ উদ্দীন আহামেদ, (ত্রাণ ও সমাজ কল্যাণ) হাবিবুর রহমান, কার্যকরী সদস্যঃ মোঃ আশরাফ আলী ও আশরাফ আলী।
প্রার্থীরা ইতিপূর্বে নিজেদের বিভিন্ন ধরণের উন্নয়ন মূলক কর্মকান্ডের সফলতার কথা উল্লেখ করে সাধারণ ভোটারদের মন জয়ের মাধ্যমে ভোট প্রার্থনা করে এসেছেনে।